হৃদেয়র গভীরের বিষন্নতা মাঝেমাঝে পেয়ে বসে
কুয়াশা ঘন হতেহতে দৃষ্টি কেড়ে নেয়
দম বন্ধ হয়ে আসে, ঘেমে শরীর একাকার
মুক্তির আশা ক্ষীণ তবু যুদ্ধ চলে অবিরাম
মস্তিষ্ক ভয়াবহ ধংসস্তুপে পরিণত হতে থাকে
সমেয়র ঘোড়াটা যেন লাগাম ছাড়া দৌড়ায়
বেঁচে থাকাটা অর্থহীন মনে হতে বাধ্য
অবাধ্য, একেঘেয় অপ্টিমিস্ম তবু হাল ছাড়তে নারাজ
মুষ্টিবদ্ধ আঘাত হানে অবজ্ঞা, অপমান আর অন্ধকার
অসহনীয় যন্ত্রণা ছিড়তে থাকে সবগুলো বন্ধন
দিনশেষর রক্তীম আভার মত খবরটা পৌছায়
আবার বাঁচতে ইচ্ছে করে, আবার সব ঠিকঠাক
নতুন বছর নিয়ে আসছে অফুরান সম্ভাবনা -
জীবন, তোমাকে প্রাণভরা শুভেচ্ছা !
No comments:
Post a Comment