আমার মস্তিস্কটা এখনও পুরোপুরি পেঁকে উঠেনি
তাই বুঝি প্রায় সময় নানা অছিলায়
আবোল তাবোল চিন্তায় ব্যস্ত
বাস্তব মানতে নারাজ, ঘোরের সংসারেই
খুশি। কি মুশকিল!
আমার শরীর এখনও সকাল বেলা ঘুম থেকে
জেগে উঠতে শেখেনি
রোজ ভোরে টেনে হিঁচড়ে বিছানা থেকে
ফেলে দিতে হয়
চাকরি বলে কথা, ধুম করে চলে গেলে
ভীষণ বেকায়দায় পরতে হবে
আমার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতা
নিয়েও প্রশ্ন আছে
হঠাৎ করে এত জোরে বেরিয়ে পরে যে
চিন্তায় ফেলে দেয়
আর এই বয়সে এত বাজে ভাবে নাক ডাকা
বাপের জন্মেও শুননি
গায়ের রঙটা বাঁচিয়ে দিয়েছে, কালো
হলে আর দেখতে হত না
না আছে আদব কায়দা না আছে ইচ্ছা
একটু সামাজিক হওয়ার
পুরোপুরি যাচ্ছেতাই ব্যাপার। শুধু
কাপড় চোপড়েই ভদ্র।
ক্যভিটি জর্জরিত দাঁত, চুল পরেপরে এত্ত বড় একটা কপাল
পেট দিনদিন শুধু বেড়েই চলেছে, আর
সিগরেটের কথা তো বলাই পাপ
বলার কোন শেষ নেই। তবু যদি একটু গাঁঠের
জোর থাকত!
তুমি নিজেকে ঘুরিয়ে নাও, অন্য কাজে
ব্যস্ত হতে চাও
দীর্ঘশ্বাস তবু অজান্তেই বেড়িয়ে
পরে, আর যেতে যেতে আড়চোখ শুনিয়ে দিয়ে যায়
হায়রে কপাল, কেন যে মরতে প্রেমে
পরতে গেলাম?
No comments:
Post a Comment